প্রতি বছরের ন্যায় ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্যের ধারা বজায় রেখেছে রাজধানীর উত্তরা মডেল টাউনে অবস্থিত মাইলস্টোন কলেজ। এ বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে মোট ১৬৩১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই পাস করে। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৯৭ জন শিক্ষার্থী। কলেজের অধ্যক্ষ মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া বলেন, ‘আমাদের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবকরা সারাবছর কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে পার করেন। অর্থাৎ সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা পুরো শিক্ষাবর্ষে একসঙ্গে এগিয়ে চলি এবং একটি সেরা ফলাফল অর্জনে সক্ষম হই।’ বিজ্ঞপ্তি

Print Date & Time : 13 September 2025 Saturday 10:06 am
মাইলস্টোন কলেজে পাসের হার শতভাগ
শিক্ষা ♦ প্রকাশ: