Print Date & Time : 10 September 2025 Wednesday 10:17 pm

মাইলস্টোন কলেজে মাসব্যাপী দেয়ালিকা উৎসব

শিক্ষার্থীদের স্বপ্ন, কল্পনা ও বাস্তবতার নিরিখে আঁকা দেয়াল পত্রিকার মাসব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজে। সৃজনশীলতার রঙিন ভুবন দেয়ালিকা প্রদর্শনীতে মাইলস্টোন কলেজে পড়–য়া দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের লেখা ৮৭টি দেয়াল পত্রিকা স্থান পেয়েছে। মঙ্গলবার দেয়াল পত্রিকা প্রদর্শনীর উদ্বোধন করেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং কলেজের প্রশাসন বিষয়ক পরিচালক মাসুদ আলম প্রমুখ। বাংলা ও ইংরেজিতে লেখা দেয়াল পত্রিকাগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা তুলে এনেছেন ইতিহাস, সংস্কৃতি, সুখ, বিপন্নতা এবং দিন যাপনের গল্প। দেয়াল পত্রিকার বিষয়াবলির মধ্যে ছিলÑউন্নয়নের পথে বাংলাদেশ, মেট্রোরেল, বাংলাদেশের ঐতিহ্য, নৈসর্গিক বাংলা, বর্ণবাদের ক্ষতিকর প্রভাব, জৈবচিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান, দিনমজুরি, সড়ক নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, শিশুশ্রম, পোশাক শিল্পে সফলতা, জনসংখ্যা সমস্যা এবং  ফুটবল বিশ্বকাপ-২০২২ প্রভৃতি। 

উদ্বোধন শেষে প্রতিটি দেয়ালিকা ঘুরে দেখেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর সহিদুল ইসলাম, উপাধ্যক্ষ জিয়াউল আলম প্রমুখ। অতিথিরা প্রদর্শিত দেয়ালিকার বিষয় নিয়ে কথা বলেন শিক্ষার্থীদের সঙ্গে। এ সময় শিক্ষার্থীরা উপস্থাপিত দেয়ালিকার নানান বিষয় নিয়ে তুলে ধরেন নিজস্ব ভাবনার কথা। উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও প্রদর্শনী শেষে ঘোষণা করা হবে সেরা দেয়ালিকা-২০২২। বিজ্ঞপ্তি