Print Date & Time : 8 September 2025 Monday 7:09 am

মাওয়ায় গাড়ির চাপায় বৃদ্ধা নিহত

প্রতিনিধি, মুন্সীগঞ্জ: পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজার কাছে প্রাইভেট কার চাপায় এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মাওয়া প্রান্তের টোল প্লাজার কাছের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ, স্থানীয় ও শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পদ্মা উত্তর থানার কাছের এক্সপ্রেসওয়ে দিয়ে বৃদ্ধা রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় ঘটনাস্থলেই নিহত হন। তারা খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে লাশ উদ্ধার করে পদ্মা উত্তর থানায় হস্তান্তর করে।

সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, ধারণা করা হচ্ছে সরকারের এক পাশ থেকে আরেক পাশে সময় একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধা। ফায়ার সার্ভিসের টিম এসে মরদেহটি উদ্ধার করে। এখনও বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।