Print Date & Time : 12 September 2025 Friday 7:49 am

মাগুরায় অ্যাপে কেনা হচ্ছে কৃষকের ধান

প্রতিনিধি, মাগুরা: মাগুরায় অ্যাপের মাধ্যমে নির্বাচিত কৃষকদের থেকে কেনা হবে আমন ধান। গত শুক্রবার কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের লক্ষ্যে ‘কৃষকের অ্যাপ’-এর মাধ্যমে লটারিতে ৪৪৬ জন কৃষককে নির্বাচন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবিরের কার্যালয়ে অনলাইনে কৃষকদের নির্বাচন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির ও উপজেলা খাদ্য পরিদর্শক মতিয়ার রহমান প্রমুখ।

ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমান জানান, চলতি আমন মৌসুমে জেলার চার উপজেলার কৃষকদের থেকে তিন হাজার ৪৭৭ মেট্রিক টন ধান কেনা হবে। এর মধ্যে সদর উপজেলায় এক হাজার ৩৩৮, শ্রীপুরে ৬৪৯, শালিখায় ৮০০ ও মহম্মদপুর উপজেলা থেকে ৬৯০ মেট্রিক টন ধান কেনা হবে। ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে ‘কৃষকের অ্যাপ’-এর মাধ্যমে সদর উপজেলার দুই হাজার ৯৮০ জন কৃষক আবেদন করেছিলেন। তাদের মধ্যে থেকে অনলাইনে লটারির মাধ্যমে ৪৪৬ জন কৃষককে নির্বাচন করা হয়। জেলার অন্য তিন উপজেলা শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর থেকে একইভাবে কৃষক নির্বাচন করা হচ্ছে। চলতি বছর সরকারিভাবে ধানের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ২৭ টাকা।