মাগুরা প্রতিনিধি: মাগুরায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের পাঠসহায়ক বিভিন্ন প্রকাশনীর টেস্ট পেপার বিক্রি হচ্ছে বেশি দামে। অথচ ঝিনাইদহে একই টেস্ট পেপার প্রায় ১০০ টাকা কমে বিক্রি হচ্ছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা বেকায়দায় পড়েছেন।
মাগুরায় ২০১৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নবদূত নামক টেস্ট পেপার ৪৪০ টাকা, পাঞ্জেরী ৫৬০, লেকচার ৪৫০ ও অ্যাডভানস্ ৪৩০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ ঝিনাইদহে নবদূত ৩৫০ টাকা, পাঞ্জেরী ৪৮০, লেকচার ৪০০ এবং অ্যাডভানস্ ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটি টেস্ট পেপার মাগুরায় বিক্রি হচ্ছে প্রায় ১০০ টাকা বেশি দামে, যা গরিব ও মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের কেনা কষ্টকর। বিভিন্ন প্রকাশনীর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
এশিয়া মহিলা কলেজের ছাত্রী রতনা বিশ্বাস জানান, কলেজ থেকে শিক্ষকরা প্রতিদিন টেস্ট পেপার কেনার বিষয়ে চাপ দিচ্ছেন। দাম বেশি হওয়ায় কিনতে পারছেন না। জগদাল সম্মিলনী কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক রুহুল আমিন জানান, মাগুরার ছাত্রছাত্রী ও অভিভাবকরা সিন্ডিকেটের হাতে বন্দি, আমাদের বলার কিছুই নেই। জেলা প্রশাসক বিষয়টি সম্পর্কে ভালো বলতে পারেন।
মাগুরার বই ব্যবসায়ীরা জানান, সমিতির নির্ধারিত দামের বাইরে বই বিক্রি করলে জরিমানা দিতে হয়। তাই তারা সমিতি নির্ধারিত দামেই বই বিক্রি করেন। মাগুরা বুক সাপ্লাই’র মালিক ও মাগুরা বই ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলাম জানান, এটা সমিতির ব্যাপার, ঝিনাইদহে নকল বই বিক্রি হচ্ছে।
ঝিনাইদহের বই ব্যবসায়ীরা জানান, মাগুরার বেশিরভাগ ব্যবসায়ী তাদের কাছ থেকে বই কিনে নিয়ে যান। অতিরিক্ত জেলা প্রশাসক অজমল হক জানান, বিষয়টির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।