মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ: ফের পেছালো মামলার চার্জ গঠনের তারিখ

 

মাগুরা প্রতিনিধি:মাগুরার মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ও একজন নিহত হওয়ার ঘটনায় দায়ে করা মামলার চার্জ গঠনের তারিখ ফের পিছিয়েছে। গতকাল বুধবার মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালতে চার্জ গঠনের দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৭ ফেব্রুয়ারি চার্জ গঠনের সর্বশেষ দিন ধার্য করেন আদালত।

২০১৫ সালের ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ক্ষমতাসীন দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মমিন ভূঁইয়া নামে একজন নিহত হন। এ সময় গর্ভের শিশুসহ নাজমা বেগম নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হন। এ ঘটনায় নিহত মোমিন ভূঁইয়ার ছেলে রুবেল ২৬ জুলাই সদর থানায় ১৬ জনের নামে মামলা করেন। মামলার আসামিদের মধ্যে আজিবর নামে একজন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। পরবর্তী সময়ে পুলিশি তদন্তে অপর একজনের নাম বাদ পড়ে এবং তোতা, আয়নাল ও মুন্না নামে তিনজনের নাম নতুন করে অন্তর্ভুক্ত হয়। তদন্তকারী কর্মকর্তা মোট ১৭ জনের নামে সে বছরের ৩০ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। বুধবার মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালতে চার্জ গঠনের দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৭ ফেব্রুয়ারি চার্জ গঠনের সর্বশেষ দিন ধার্য করেন আদালত।

এদিকে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া মা নাজমা বেগমের কোলে চড়ে আদালতে যায়। এ সময় সুরাইয়ার মা নাজমা জানান, সুরাইয়ার দেড় বছর বয়স হলেও সে এখনও হাঁটতে এবং কথা বলতে পারছে না। গুলির আঘাতপ্রাপ্ত ডান চোখ নষ্ট হয়ে গেছে। বর্তমানে সুরাইয়া ঢাকা মেডিক্যাল কলেজে ডাক্তারের চিকিৎসাধীন আছে।

মামলার বাদী রুবেল ভূঁইয়া জানান, এক বছর আগে আদালতে চার্জশিট দাখিল হলেও বিচার প্রক্রিয়া শুরু হলো না। আসামিরা জামিনে বেরিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর রাষ্ট্রপক্ষ বারবার আদলতে সময় প্রার্থনা করছে। রাষ্ট্রপক্ষের এ রকম আচরণে ন্যায় বিচার ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।