মাঘের শেষে হাড়কাঁপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গা

 

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: মাঘের শেষে হাড়কাঁপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। আবারও শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে চুয়াডাঙ্গায় জানান দিচ্ছিল শীতের তীব্রতা। গত চার দিনের ব্যবধানে এ জেলায় তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছিল। শুক্রবার ছুটির দিন থাকায় তীব্র শীতে প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছে না।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, গতকাল শুক্রবার চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৬৭ শতাংশ। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৯৭ শতাংশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও তা উত্তাপ ছড়াচ্ছে না। উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। আজ শনিবার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বলে তিনি জানিয়েছেন। আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।