Print Date & Time : 5 July 2025 Saturday 5:24 pm

মাঙ্কিপক্সে ভারতে প্রথম মৃত্যু, বাড়ছে আতঙ্ক

শেয়ার বিজ ডেস্ক : ভারতে মাঙ্কিপক্সের সংক্রমণ শুরু হয়েছে আগেই। এবার এ রোগে আক্রান্ত হয়ে কেরালা রাজ্যে এক যুবকের মৃত্যু হলো। বলা হচ্ছে, ভারতে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে এটাই প্রথম মৃত্যু। আর আফ্রিকার বাইরে চতুর্থ।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন,   রোববার (৩১ জুলাই) প্রাণ হারান ত্রিশূরের ২২ বছরের ওই যুবক। গত ২২ জুলাই সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেন তিনি। অসুস্থতার জন্য ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়। যদিও মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত করতে এরই মধ্যে তার নমুনা কেরালার ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওই যুবকের শরীরে মাঙ্কিপক্সের কোনো উপসর্গ ছিল না। এনসেফালাইটিসের উপসর্গ আর ক্লান্তি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তার মাঙ্কিপক্সের রিপোর্ট যে পজিটিভ এসেছে, তা হাসপাতালকে রোববারই জানায় পরিবার।

জানা গেছে, গত ২২ জুলাই বাড়ি ফেরার পর তিনি সুস্থ ছিলেন। ২৬ জুলাই জ্বরে ভুগতে শুরু করেন। তখনই হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। যেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। তবে শেষরক্ষা হলো না।

ভারতে প্রথম কেরালা রাজ্যেই হানা দিয়েছিল মাঙ্কিপক্স। দেশটিতে এ পর্যন্ত চারজন আক্রান্তের খবর পাওয়া গেছে। এর মধ্যে তিনজনই কেরালার।