প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বাঁশখালীতে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এর আওতায় সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা এবং মাছের আহরণোওর পরিচর্যা ও সংরক্ষণ কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ২৫ জন সামুদ্রিক জেলে নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। একইভাবে পাঁচ ব্যাচে উপজেলার ১২৫ জন জেলেকে এ প্রশিক্ষণ দেওয়া হবে।
এ সময় প্রশিক্ষণ চলাকালে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের প্রকল্প উপ-পরিচালক (ডিপিডি) মো. মিজানুর রহমান, বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় প্রশিক্ষণে, মাছের আহরণ থেকে শুরু করে ভোক্তা পর্যায় পর্যন্ত মাছের গুণগত ও পরিমাণগত ক্ষতি এবং ক্ষতি কমিয়ে দেশের অর্থনীতিকে আরো সমৃদ্ধ করতে মৎস্য সংশ্লিষ্ট সকলের সহায়তা ও দায়িত্ববোধ পালন বিষয়ে সচেতনতার আহ্বান জানান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌসিব উদ্দিন।’