Print Date & Time : 6 July 2025 Sunday 7:14 pm

মাছ ধরায় নিষেধাজ্ঞা চললেও খাদ্য সহায়তা পাননি জেলেরা

ইমরান হোসাইন, পাথরঘাটা (বরগুনা): প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে নদী ও সমুদ্রে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে এ নিষেধাজ্ঞা। এই তিন সপ্তাহ জেলেরা নদীতে মাছ শিকার করতে পারবেন না। প্রতিবছর নিষেধাজ্ঞার সময় জেলেদের খাদ্য সহায়তা দেয় সরকার। নিষেধাজ্ঞার শুরুর দিকেই জেলেদের এই চাল দেয়ার কথা। কিন্তু এ বছর নিষেধাজ্ঞার সপ্তাহ পার হলেও এখনও খাদ্য সহায়তা পায়নি তালিকাভুক্ত পাথরঘাটার ১১ হাজার ৪১১ জেলের পরিবার। এতে ক্ষোভ প্রকাশ করেছেন জেলেরা।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ৭ থেকে ২৮ অক্টোবর ইলিশের প্রজনন মৌসুম। এ মৌসুমে ৬০ শতাংশের বেশি মা ইলিশ ডিম ছাড়ে। প্রজনন নিরাপদ করতে এই নিষেধাজ্ঞা শুরুর মধ্য দিয়ে এ বছর রুপালি ইলিশের ভরা মৌসুম শেষ হবে। ইলিশের নিরাপদ প্রজননের জন্য ৭ অক্টোবর থেকে সাগর ও নদীতে মাছ ধরা বন্ধ রয়েছে। এ নিষেধাজ্ঞা চলাকালে জেলেরা নদীতে নামলে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। এখন পর্যন্ত ২৮ জন জেলেকে মাছ ধরার অপরাধে আটক করা হয়েছে। এর মধ্যে পাঁচ জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে, বাকি ২৩ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬২ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

উপকূলীয় জেলেরা নদী ও সমুদ্রে মাছ শিকার করেই জীবিকা চালান। নিষেধাজ্ঞার এ সময় আয়ের বিকল্প কোনো পথ না থাকায় এখন জাল বুনে ও ট্রলার মেরামত করে সময় কাটছে জেলেদের। উপজেলার পদ্মা এলাকায় সরেজমিনে দেখা যায়, জেলেরা ট্রলার ঘাটে নোঙর করে দলবেঁধে জাল বুনছেন। আবার কেউ কেউ ছেঁড়া জাল ও ট্রলার মেরামত করছেন। এ সময় জেলেরা বলেন, চলতি মৌসুমে ইলিশের পরিমাণ ছিল কম, তবে বড় সাইজের ইলিশ ধরা পড়ছিল। আশা করি নিষেধাজ্ঞার পরে কাক্সিক্ষত ইলিশ ধরা পড়বে।

পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুড়তলা এলাকার জেলে রফিকুল আমিন, রিপন মিয়া ও শাহ্ আলম বলেন, ‘আমরা সারাবছর নদীতে মাছ ধরি, হঠাৎ করে অন্য কাজ করতে পারি না। কেউ কাজে ডাকেও না। এই সময়টা জাল বুনে পার করি। কিন্তু হাতে তো টাকা আসে না। সরকার যে চাল দেয় তাতে উপকার হয়। আগের বার আগেভাগেই চাল পেয়েছিলাম। এবার এখনও পাইনি। কী কারণে এখনও চাল এলো না, তা জানি না।’ তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিষেধাজ্ঞার পর চাল পেয়ে কী করব! তখন তো চাল কিনেই খেতে পারব। এখন দিলে উপকার হতো।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার (অপু) বলেন, মা ইলিশ যাতে নিরাপদে ডিম ছাড়তে পারে, সেজন্য ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সাগর ও নদীতে ইলিশ ধরা, মজুত, বাজারজাতকরণ ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড, উপজেলা প্রশাসন ও পুলিশের উদ্যোগে অভিযান চালানো হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলছে ভ্রাম্যমাণ আদালত। আইন অমান্যকারী জেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি বলেন, পাথরঘাটায় ১১ হাজার ৪১১ জন নিবন্ধিত জেলে রয়েছেন। নিষেধাজ্ঞা চলাকালে ক্ষতিপূরণ হিসেবে নিবন্ধিত জেলেদের ২৫ কেজি করে চাল দেয়া হবে। এরই মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনুকূলে ডিও দেয়া হয়েছে। দু-এক দিনের মধ্যে জেলেরা হাতে চাল পেয়ে যাবেন।