Print Date & Time : 30 August 2025 Saturday 12:35 pm

মাটি ভর্তি ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত

প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে ইটভাটার মাটি ভর্তি ট্রাক চাপায় তারিকুজ্জামান তারিক (১৫) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার সুবর্ণসারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারিক সুবর্ণসারা গ্রামের মিন্টু বিশ্বাসের ছেলে ও সুবর্ণসারা এমএজে এল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে চাচার সাথে গ্রাম থেকে বারোবাজার যাচ্ছিলো স্কুল ছাত্র তারিকুজ্জামান তারিক। পথে সুবর্ণাসারা-বারোবাজার সড়কের শশ্মানঘাট এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি মাটি বোঝায় ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারিক নিহত হয়। আহত হয় চাচা মাহবুবুর রহমান। তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা জানান, সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তনের জন্য মর্গে পাঠিয়েছে।