Print Date & Time : 9 August 2025 Saturday 10:44 am

মাঠের বাইরেই থাকছেন বেনজেমা

ক্রীড়া ডেস্ক : গত ২৩ ডিসেম্বর হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন। এর পর থেকে এখনও সুখবর মেলেনি করিম বেনজেমার। উল্টো তিন মাস মাঠের বাইরে থাকতে হচ্ছে রিয়াল মাদ্রিদের এ ফরোয়ার্ড।

ছুটি কাটিয়ে পরশু রিয়ালের অনুশীলন শুরু হলেও সতীর্থদের সঙ্গে যোগ দিতে পারেননি বেনজেমা। বছরের শেষ এল ক্লাসিকোতে পাওয়া চোট এখন রয়েছে তার। মেডিক্যাল রিপোর্টে ধরা পড়েছে সেটা। এজন্য তাকে আরও দুই থেকে তিন সপ্তাহ থাকতে হতে পারে বিশ্রামে। তাই তো লা লিগা ও কোপা দেল রে মিলে প্রায় পাঁচটি ম্যাচ খেলতে পারবেন না ফ্রান্সের এ ফরোয়ার্ড।

যদিও চলতি মৌসুমে অবশ্য খুব একটা ছন্দে নেই বেনজেমা। এখন পর্যন্ত চলতি মৌসুমে ১৮ ম্যাচে মাত্র ৫টি গোল করেছেন বেনজেমা।