জাতিগতভাবে মানুষ বেড়ে ওঠার সময় যে ভাষা তথা মাতৃভাষায় কথা বলা শিখেছে, সে ভাষার তৃপ্তিময় প্রকৃষ্টতার মতো আর কোনো দেশের ভাষা তাকে প্রফুল্ল করে রাখতে পারে না। স্বদেশীয় ভাষা ব্যবহারের মধ্যে রয়েছে পরম আনন্দ, সন্তুষ্টি। বাঙালি জাতির নিজস্ব ভাষা থাকার সত্ত্বেও তাদের মধ্যে অনেকে মরিয়া হয়ে ওঠে বিদেশি ভাষা ব্যবহারের জন্য। অথচ, এই ভাষা অর্জিত হয়েছে সংগ্রাম মুখর ছাত্র জনতার বুকের রক্তে রাজপথ রঞ্জিত হয়ে, পাকিস্তানি শাসকগোষ্ঠীর নির্মম শাসনের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এই ভাষা অর্জিত। একুশের সেই শোকাহত দিবসের করুণ ছায়াতলে তরুণ সেনাদের বুক চূর্ণবিচূর্ণ হয়েছে অগ্নিতপ্ত বুলেটের আঘাতে। ব্যবহারবিধির অলসতা এবং মাতৃভাষার প্রতি অমমতাবোধ সৃষ্টি হওয়ায় জাতি হিসেবে আমাদের অবস্থান কোথায়? যথার্থতা বুঝতে না পারার বিষয়টি পরিলক্ষিত হলেও মমত্ববোধ সৃষ্টি হতে প্রায় ব্যর্থ।
এখন ফেব্রুয়ারি মাস, বাংলাভাষা তথা মাতৃভাষাকে যথাযথ সম্মান দিয়ে চিরকালের জন্য সম্মানিত করে রাখার প্রতিজ্ঞা গ্রহণ করার মাস। এতে শহিদের আত্মা পরম আনন্দিত হবে, অন্যদিকে মাতৃভাষার সম্মানের দৃষ্টান্ত আরও শোভনীয় হবে।
বঙ্গবাণী কবিতায় কবি আব্দুল হাকিম বলেছেন, দেশী ভাষা বিদ্যা যার মনে না জুয়ায়/নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।
আজ যথাযথভাবে মাতৃভাষা বাংলার ব্যবহার হচ্ছে-না, ভাষার অপব্যবহারের প্রচলন ক্রমাগত বেড়ে চলেছে। মাতৃভাষাকে শুদ্ধাচারে উচ্চারণ করতে আমরা প্রায় ব্যর্থ। ভাষা, দেশ ও জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নতুন প্রজšে§র মাঝে দেশপ্রেম, ভাষাপ্রেম এবং জাতিকে জাতিসত্তার মানে বাঁচিয়ে রাখার মূল্যবোধ জাগ্রত করে রাখতে হবে। এর জন্য প্রয়োজন সৃজনশীল জ্ঞান, মানসিক এবং পারিবারিক সুশিক্ষা। সভ্যতা ও সংস্কৃতির উন্নতি এবং বিকশিত করার সহজ উপায় হলো দেশ ও ভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। যে দেশকে ভালোবাসতে জানে, সে নিজেকেও ভালোবাসতে জানে। নাগরিকরা রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকবে এটা স্বাভাবিক। সুনাগরিক হিসেবে আমরা যেন আমাদের মাতৃভাষা তথা বাংলাভাষাকে যথাযথ সম্মান প্রদর্শন করতে পারি এবং আমাদের দায়িত্ব ও কর্তব্য যথাযথ পালন করতে পারি এই বিষয়ে আমাদের আরও সতর্ক এবং দায়িত্বশীল হওয়া অতি প্রয়োজন। রাষ্ট্রের জাতিসত্তাকে অক্ষুণœ রাখতে হলে রাষ্ট্রের নাগরিকদের দায়িত্বশীল হতে হয়। এতে রাষ্ট্রের এবং রাষ্ট্রীয় ভাষার মান বৃদ্ধি পায়।
এম এ জিন্নাহ
শিক্ষার্থী, নোয়াখালী সরকারি কলেজ