মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের নানা প্রতিযোগিতা

প্রতিনিধি, শেরপুর: আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে শেরপুরে শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি, রচনা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকালে জেলা শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক ও জেলা শিশু একাডেমির যৌথ আয়োজনে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পৃথক আটটি গ্রুপে শহরের প্রায় শতাধিক শিশু অংশ নেয়।

এদিকে গত বুধবার বিকালে শহীদ দিবস উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগারে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের গতকাল শুক্রবার শহীদ দিবসের আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হবে।