Print Date & Time : 28 August 2025 Thursday 8:54 pm

মাথায় আঘাতে শাওনের মৃত্যু হয়েছে বলে দাবি পুলিশ সুপারের

প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মাথায় আঘাতের কারণে যুবদল কর্মী শাওনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন।

পুলিশ সুপার আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিহত শাওনের ময়নাতদন্ত রিপোর্টের বরাত দিয়ে এ কথা বলেন।

তিনি বলেন, সেদিন মুন্সীগঞ্জের মুক্তারপুরে বিএনপির কর্মসূচিতে নিজেদের দলীয় কোন্দলের কারণে তাদের নিজেদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিএনপি কর্মীরা পুলিশের ওপর আক্রমণ করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।

তিনি আরও জানান, বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পুলিশের ওপর বেপরোয়া ইটপাটকেল নিক্ষেপ করে। তাদের নিক্ষেপ করা ইটের আঘাতে যুবদল কর্মী শাওনসহ অনেকে আহত হন।

শাওনের সব ধরনের ডাক্তারি চিকিৎসা, সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তে পরিষ্কার বুলেটে নয়, মাথার পেছনের দিকে গুরুতর আঘাটে তার মৃত্যু হয়েছে।