Print Date & Time : 18 August 2025 Monday 7:13 pm

মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মাদক (হেরোইন) মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা জজ আদালত। তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছর কারাদণ্ড আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিততে সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী এ রায় প্রদান করেন।

আসামিরা হলেন ভোলাহাট উপজেলার তাতীপাড়া গ্রামের মৃত সমিজ উদ্দীন সেখের ছেলে আব্দুল আলিম (২৫), গোমস্তাপুর উপজেলার রহনপুর বড় বাজার এলাকাল মো. ইউসুফ আলীর ছেলে, হিরো উরফে পিন্স খান (৩৫), গোমস্তাপুর উপজেলার রহমতপাড়া গ্রামের রফিক বিশ্বাসের ছেলে রকি বিশ্বাস (৩২)।

মামলার বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৯ সালের ২ ডিসেম্বার সন্ধ্যায় র‌্যাব গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া বাজার এলাকা থেকে একজন আটক করে। পরে তার তথ্যের ভিত্তিতে আরও দুইজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি হেরোইন উদ্ধার করা হয়। ওই দিন গোমস্তাপুর থানায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করে। মামলাটি তদন্ত করে এসআই তোফাজ্জাল হোসেন আসামিদের অভিযুক্ত করে চার্জশিট দেন আদালাতে।