Print Date & Time : 29 August 2025 Friday 10:29 pm

মাদাগাস্কারে স্টেডিয়ামে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

শেয়ার বিজ ডেস্ক: মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর একটি স্টেডিয়ামে প্রবেশের সময় পদদলিত হয়েছে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮০ জন।

শুক্রবার বারিয়া স্টেডিয়ামে ইন্ডিয়ান ওসান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে মর্মান্তিক এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে যোগ দিতে প্রায় ৫০ হাজার দর্শকম ও স্টেডিয়ামে গিয়েছিলেন। খবর- আল-জাজিরার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকা মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনটসে আন্তানানারিভোর একটি হাসপাতালে সাংবাদিকদের বলেন, এই দুর্ঘটনায় খন পর্যন্ত ১২ জন মারা গেছে এবং প্রায় ৮০ জন আহত হয়েছে।

ইন্ডিয়ান ওসান আইল্যান্ড গেমস হলো একটি মাল্টি-ডিসিপ্লিনারি প্রতিযোগিতা যা মাদাগাস্কারে ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২০১৯ সালে দেশটির মহামাসিনা স্টেডিয়ামে একই ধরনের ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছিলেন।