প্রতিনিধি, মাদারীপুর: দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২৪তম সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) হিসেবে মাদারীপুর কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুদকের কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খান এর উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন দুদকের মহাপরিচালক (আইসিটি ও প্রশিক্ষণ) এ কে এম সোহেল, মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) রেজানুর রহমান ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক আক্তার হোসেন।
এসময় মাদারীপুর ও শরীয়তপুরে ডিসি, এসপিসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন ।
পরে দুদক মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের (মাদারীপুর ও শরীয়তপুর) উপপরিচালক আতিকুর রহমানকে পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক রেজাউল করিম।
দুদকের এ নতুন সমন্বিত জেলা কার্যালয়ের (সজেকা) জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা)।
গত ২ জানুয়ারি দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের যাত্রা শুরু হয়। ২০২১ সালের ৬ অক্টোবর কক্সবাজার ও বান্দরবান জেলা নিয়ে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয় স্থাপনের ঘোষণা আসে।
গত বছরের ১ নভেম্বর আরও ১৩টি জেলা কার্যালয় স্থাপন ও চালুর অনুমোদন দেওয়া হয়। এগুলো হলো: নারায়ণগঞ্জ (নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ), গাজীপুর (গাজীপুর ও নরসিংদী), মাদারীপুর (মাদারীপুর ও শরীয়তপুর), গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর (জামালপুর ও শেরপুর), নওগাঁ (নওগাঁ ও জয়পুরহাট), কুড়িগ্রাম (কুড়িগ্রাম ও লালমনিরহাট), চাঁদপুর (চাঁদপুর ও লক্ষ্মীপুর), বাগেরহাট (বাগেরহাট ও সাতক্ষীরা), ঝিনাইদহ (ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা) ও পিরোজপুর (পিরোজপুর ও ঝালকাঠি) সমন্বিত জেলা কার্যালয়।
চলমান ২২টি সমন্বিত জেলা কার্যালয়ের সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে এ ১৪টি সমন্বিত জেলা কার্যালয়। এতে করে মোট ৩৬ জেলায় সমন্বিত জেলা কার্যালয়ের মাধ্যমে দুদক কার্যক্রম পরিচালনা করবে।