Print Date & Time : 6 September 2025 Saturday 10:04 pm

মাদারীপুরে ভোক্তা অধিকারের অভিযানে অবৈধ সিগারেট জব্দ

শেয়ার বিজ ডেস্ক : মাদারীপুর জেলার চরমুগিরা বাজার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২ টার দিকে এ অভিযান চালানো হয়। এতে জননী স্টোর নামে এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ও কিছু ডিলার দীর্ঘদিন ধরে মাদারীপুর জেলার বিভিন্ন নকল ব্যান্ডরোলযুক্ত বিভিন্ন ব্যান্ডের অবৈধ কমদামী সিগারেট বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলার ভোক্তা অধিকার কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর নেতৃত্বে চরমুগিরা বাজারের বিভিন্ন দোকানে অভিযান ও তল্লাশি চালানো হয়। এসময় বিশ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত দেশ গোল্ড সিগারেট জব্দ করা হয়। এ ঘটনায় জননী স্টোর নামে এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মো. রাজিবকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস জানান, অভিযানে বিপুল পরিমান অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। দৈনিক বিপুল পরিমান টাকার রাজস্ব ফাকি দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযুক্ত ব্যবসায়িকে জরিমানা করা হয়েছে। অবৈধ বিড়ি-সিগারেটের বিরুদ্ধে সরকার জিরো টলোরেন্স জারি করেছে। তাই নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।