Print Date & Time : 9 September 2025 Tuesday 9:16 am

মাদ্রা সীমান্তে স্বর্ণের বারসহ আটক ১

প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার মাদ্রা সীমান্ত এলাকা থেকে ২টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বুধবার (১৬ মার্চ) দুপুরে এ আটকের ঘটনা ঘটে।

আটককৃত শাহারুল ইসলাম (২৫) কলারোয়া থানার ভাদিয়ালী গ্রামের আতিয়ার সরদারের ছেলে। সে চিন্থিত চোরাকারবারি বলে জানিয়েছে বিজিবি।

সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, গোপন সংবাদে মাদ্রা সীমান্ত এলাকার রাজপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালানো হয়। এসময় শাহারুলের পোশাকের মধ্যে স্বর্ণের দুটি বার জব্দ করা হয়। স্বর্ণের বারটির ওজন আড়াইশ’গ্রাম এবং তার মূল্য প্রায় পনের লাখ টাকা। স্বর্ণের বারটি সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এই ঘটনায় শাহারুলের বিরুদ্ধে মামলা দায়েরের পর কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান অধিনায়ক।