মুক্তা বেগম, গাজীপুর : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ২০২৪–২০২৫ অর্থবছরের কার্যক্রমের মূল্যায়ন এবং ২০২৫–২০২৬ সালের কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সভা আয়োজন করেছে। আজ সোমবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সম্মেলন কক্ষে এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম।
সভায় আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ও কিউএসি কমিটির সদস্য সচিব খান মো. মনোয়ার ইসলাম ২০২৪–২০২৫ অর্থবছরে সম্পাদিত ১৪টি কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন এবং তা নিয়ে সদস্যদের মূল্যায়ন গ্রহণ করেন। একই সঙ্গে তিনি ২০২৫–২০২৬ সালের জন্য আইকিউএসি কর্তৃক প্রস্তাবিত ২৮টি নতুন কর্মপরিকল্পনা তুলে ধরেন, যার মধ্যে রয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, যুগোপযোগী শিক্ষা পরিকল্পনা, এবং বিভাগসমূহের সঙ্গে সমন্বিত সমস্যা নিরূপণ ও সমাধানমূলক কার্যক্রম।
সভায় বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম বলেন, বাউবি একটি ব্যতিক্রমধর্মী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এখানে গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের উপযোগী করে গড়ে তোলা আমাদের অন্যতম চ্যালেঞ্জ। আইকিউএসি সেই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, শুধু সেমিনার, ওয়ার্কশপ কিংবা প্রশিক্ষণ আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে, বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে বিভাগ ও স্কুলগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মানোন্নয়নের প্রকৃত কৌশল নির্ধারণে আইকিউএসি-কে কাজ করতে হবে।
উপাচার্য প্রশংসা করে বলেন, বর্তমান আইকিউএসি টিম অল্প সময়েই কার্যক্রম পরিচালনায় দক্ষতা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, আইকিউএসি’র পরিচালক, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক, এবং অন্যান্য জ্যেষ্ঠ শিক্ষক-কর্মকর্তারা।
বাউবির মতো একটি উন্মুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মানোন্নয়ন ও গুণগত শিক্ষা নিশ্চিত করতে আইকিউএসি-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরণের নিয়মিত মূল্যায়ন ও বাস্তবমুখী কর্মপরিকল্পনা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভুমিকা রাখবে বলেও অভিমত সংশ্লিষ্টদের।