Print Date & Time : 10 September 2025 Wednesday 7:43 pm

মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই

প্রতিনিধি, পঞ্চগড়: রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, খেলার জগতে দেশ এখন অনেক এগিয়ে গেছে। লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। আগামী দিনে সুস্থ জাতি গঠনে আরও বেশি খেলাধুলায় এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড়ের বোদায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সভায় এ কথা বলেন।

উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খেলায় বোদা পৌরসভা ফুটবল টিম ৪-২ গোলে বোদা ইউনিয়ন ফুটবল টিমকে পরাজিত করে বিজয়ী হন। আর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খেলায় ঝল ইশালশিরি ইউনিয়ন ফুটবল টিম ১-০ গোলে সাকোয়া ইউনিয়ন ফুটবল টিমকে পরাজিত করে বিজয়ী হয়। উপজেলা শিক্ষা অফিস এ টুর্নামেন্টের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা ও উপজেলা শিক্ষা অফিসার মাসুদ হাসান বক্তব্য দেন।