Print Date & Time : 8 September 2025 Monday 4:25 pm

মানারাত ইউনিভার্সিটি উপাচার্যের সঙ্গে বিশিষ্টজনদের সাক্ষাৎ

 

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস ছবুর খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সমাজের বিশিষ্টজনরা। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন উপস্থিত ছিলেন। সৌজন্যে সাক্ষাৎ করতে আসা বিশিষ্টজনরা হলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাাপ্ত কবি আসাদ মান্নান, নাট্যকার ফেরদৌস হাসান, এরিস্টোফার্মার পরিচালক মামুন ওয়াদুদ এবং মানারাত ইন্টারন্যাশনাশনাল ইউনিভার্সিটির সাবেক রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম। বিজ্ঞপ্তি