Print Date & Time : 6 July 2025 Sunday 1:32 pm

মানিকগঞ্জে একযুগ পর সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেলার সদর থানাধীন বেতিলা-মিতরা এলাকা হতে এক যুগ যাবত পলাতক সাত বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ আতোয়ার রহমান (৬০)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১১ সেপ্টেম্বর) তারিখ সন্ধ্যায় র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল মানিকগঞ্জ জেলার সদর থানাধীন বেতিলা-মিতরা এলাকায় অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করতে সমর্থ হয়।

রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে লে.কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, আতোয়ার রহমান একটি প্রতিষ্ঠিত ব্যাংকের পিয়ন হিসাবে কর্মরত ছিলেন। বিভিন্ন গ্রাহকদের সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগে মানিকগঞ্জের ঘিওর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ব্যাংকটির ম্যানেজার। মামলা দায়েরের পর থেকেই আসামি গ্রেফতার এড়ানোর জন্য পালিয়ে ঢাকায় চলে যান। তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। পরবর্তীতে ২০১০ সালের ২৩ মার্চ আদালত আতোয়ার রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করেন।

কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন আরও জানান, পলাতক থাকাকালীন আসামি গ্রেফতার এড়াতে ক্রমাগত পেশা পরিবর্তন করেন। তিনি ঢাকার বিভিন্ন এলাকায় রিক্সাচালক, রাজমিস্ত্রী ও চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল রোববার রাতে বারো বছর পর আতোয়ার রহমানকে গ্রেফাতর করতে সক্ষম হয়। পরে তাকে ঘিওর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।