পাঠকের চিঠি

মানুষের সেবায় নিয়োজিত প্রকৃতি

পৃথিবীর যাবতীয় সৃষ্টি ও প্রকৃতি মানুষের কল্যাণে ও সেবায় নিয়োজিত। ইরশাদ হয়েছে, ‘তিনিই সেই সত্তা, যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমিনে আছে সেসব।’ (সুরা বাকারা, আয়াত: ২২)

পবিত্র কোরআনের উল্লিখিত আয়াতে আল্লাহ প্রকৃতি ও পরিবেশকে মানুষের জন্য উপকারী ও বন্ধু হিসেবে উপস্থাপন করেছেন। সুতরাং মানুষের দায়িত্ব হলো তা সংরক্ষণ করা। পবিত্র কোরআনে সেসব মানুষের নিন্দা করা হয়েছে, যারা পৃথিবীর প্রকৃতি ও পরিবেশ ধ্বংসে ভূমিকা রাখে। আর গাছপালা, বন-জঙ্গল, তরুলতা, উদ্ভিদ মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এগুলো ছাড়া মানুষের জীবন কল্পনাও করা যায় না। প্রাণিকুল অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, আর এই অক্সিজেনের পুরোটাই আসে গাছপালা থেকে। দিনদিন মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হচ্ছে, সেইসঙ্গে বাড়ছে নানামুখী চাহিদা। শিল্পকলকারখানা নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ, উঁচু উঁচু দালান-কোঠা নির্মাণ এবং ক্রমবর্ধমান নগরায়ণ আমাদের সবুজ প্রকৃতিকে প্রায় অম্লান করে দিয়েছে। আপাতদৃষ্টিতে লাভজনক মনে হলেও নির্বিচারে বৃক্ষ উজাড় করায় বনাঞ্চলের পরিমাণ কমে যাচ্ছে। পাশাপাশি এদেশের পরিবেশকে ভারসাম্যহীনতার দিকে ঠেলে দিচ্ছে। বনাঞ্চল কমে আসার কারণে হারিয়ে ফেলছি অনেক জাতের পাখি ও প্রাণী। এতে করে প্রকৃতি সংরক্ষণের উপাদান ও গুণাগুণ নষ্ট হয়ে মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। তাই আল্লাহর সৃষ্টি গাছপালা, পশুপাখি, বনজঙ্গল, পাহাড়-মাটি, পানি, আলো-বাতাসসহ সব প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ আমাদের নৈতিক দায়িত্ব।

মোহাম্মদ এনামুল হক

শিক্ষার্থী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা

ষোলোশহর, চট্টগ্রাম