Print Date & Time : 5 August 2025 Tuesday 12:52 pm

মানুষ ক্ষমা করলে নির্বাচনে আপনারা জিততে ও পারেন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: যারা ‘অগ্নিসন্ত্রাস ও গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে,’ জনগণের কাছে তাদের ক্ষমা চাইতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘মানুষ যদি আপনাদের এসব সন্ত্রাস ও হত্যার ঘটনায় ক্ষমা করে, তাহলে আপনারা নির্বাচনে জিতলেও জিততে পারেন, জয়যুক্ত হতে পারেন।’

রাজধানীর ফার্মগেটে গতকাল রোববার নতুন নির্মাণ করা ফুটব্রিজ উদ্বোধন করে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এসব উন্নয়ন অনেকে দেখতে চায় না। যারা উন্নয়ন দেখেও দেখেন না, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবেন।’

মেট্রোরেল নির্মাণকাজের সময় ফার্মগেটে পুরোনো ফুটব্রিজটি ভেঙে ফেলা হয়। মেট্রোরেলের কাজ চলার সময় নতুন করে ব্রিজ নির্মাণের কাজও চলতে দেখা যায়। এখন ওই ফুটব্রিজের ওপর দিয়ে চলে গেছে মেট্রোরেল। আবার ব্রিজঘেঁষে চলে গেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ফলে দৃষ্টিনন্দন হয়ে উঠেছে ব্রিজটি।

২০৬ ফুট দীর্ঘ ফুটব্রিজটি নির্মিত হয়েছে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে। রোববার এটি উদ্বোধনের পাশাপাশি ফুটপাতে একটি পুলিশ বক্সও উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ব্রিজে যেন হকার না বসে, সে ব্যাপারে পদক্ষেপ নেয়ার কথা জানান অনুষ্ঠানে উপস্থিত ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। পুলিশের মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।