Print Date & Time : 9 August 2025 Saturday 10:28 pm

‘মানুষ ঠিকমতো কর দিচ্ছে বলেই উন্নয়নে গতি বেড়েছে’

প্রতিনিধি, নীলফামারী : উন্নয়নের সঙ্গে করের সম্পর্ক নিহিত; কারণ এসব টাকায় কাক্সিক্ষত সেবা নিশ্চিত করা হয়। গতকাল রোববার নীলফামারী পৌরসভা মিলনায়তনে তিন দিনব্যাপী করমেলার আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সংসদ সদস্য ও সাবেক সাংস্কৃতিকমন্ত্রী আসাদুজ্জামান নূর।

নূর বলেন, দেশের মানুষ এখন ঠিকমতো কর দিচ্ছে বলেই শেখ হাসিনার নেতৃত্বে সার্বিক উন্নয়নে গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। আমরা এখন মঙ্গাপীড়িত বাংলাদেশ নই। দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ করছি। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই।

উপকমিশনার শফিউল্লাহ বলেন, সার্কেলের আওতায় নীলফামারীতে ১৪ হাজার ৪৪৬ করদাতার নিবন্ধন রয়েছে। আর রিটার্ন দাখিল করেছেন ছয় হাজার। গত বছর ২৮ কোটি টাকার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আদায় হয়েছে ৩১ কোটি টাকা। এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৩ কোটি টাকা।

উপ-কর কমিশনারের কার্যালয়-সার্কেল ৪-এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর কর অঞ্চলের কমিশনার আবদুল লতিফ। বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মারুফ জামান কোয়েল ও ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অসিত কুমার ধর প্রমুখ। এছাড়াও সেরা করদাতা হিসেবে নির্বাচিত আনোয়ার হোসেনকে ক্রেস্ট প্রদান করা হয়।