নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, মানুষ নৌকা ছাড়া ভোট দেবে না। বিজয় সুনিশ্চিত। জয়ের ব্যাপারে আমি খুব আশাবাদী।
সোমবার ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেছেন তিনি। এর আগে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন মোহাম্মদ এ আরাফাত।
মোহাম্মদ এ আরাফাত বলেন, ভোট দিয়ে ভালো লাগছে। সবসময় নৌকায় ভোট দিয়েছি, এবারও নৌকায় দিয়েছি। আমি প্রার্থী বলে কথা নয়, নৌকায় ভোট দেওয়াটাই সবচেয়ে বড় কথা আমার।
তিনি বলেন, সকালে কয়েকটা কেন্দ্রে ঘুরেছি এবং খোঁজ নিয়েছি। গুলশান, বারিধারা, বনানীতে সকালে ভোটার উপস্থিতি কম। এমনিতে একটু দেরি করে ঘুম থেকে ওঠে এই এলাকার মানুষ। কিন্তু কালাচাঁদপুর, শাহজাদপুর বা নদ্দার দিকে অনেক ভোটার।
তিনি বলেন, আমাদের প্রচেষ্টা হচ্ছেন মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে আসা।
আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, জয়ের ব্যাপারে আমি খুব আশাবাদী। মানুষ নৌকা ছাড়া ভোট দেবে না।
ঢাকা-১৭ আসন রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত। সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) গত ১৫ মে মারা যাওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়।