Print Date & Time : 6 August 2025 Wednesday 1:36 am

মাভাবিপ্রবিতে ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের ‘শিক্ষা সমাপনী উৎসব’ শুরু

সংবাদদাতা, মাভাবিপ্রবি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সময়ের বেড়াজালে ছিলাম মোরা বন্দি, আজ এই শুভক্ষনে করেছি মোদের সন্ধি’ স্লোগানকে সামনে রেখে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের (সন্ধি-১৩) শিক্ষার্থীদের ৩ দিনব্যাপী ‘শিক্ষা সমাপনী উৎসব’ শুরু হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ আর এম সোলাইমান প্রশাসনিক ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে তিনদিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন। এরপর শিক্ষা সমাপনী অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক শিক্ষার্থী বাবু কিশোর দেবের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা পুরো ক্যম্পাস প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে শেষ হয়।

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

তিনদিন ব্যাপী উৎসবের ১ম দিন ৭ ডিসেম্বর আনন্দ শোভাযাত্রা, রংখেলা, ফটো সেশন, ফানুস উড়ানো ও আতশবাজি এবং ৮ ডিসেম্বর বৃক্ষরোপন ও সকল বিভাগের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ৯ ডিসেম্বর কনসার্টের আয়োজন করা হয়েছে। র‌্যাগ ডে উপলক্ষে শিক্ষার্থীরা সারাদিনই ক্যাম্পাসে রংখেলা, আনন্দ উচ্ছাস ও হৈ-হুল্লর মেতে থাকে।