Print Date & Time : 2 September 2025 Tuesday 11:47 pm

মামলার ভিত্তিতে প্রথম আলোর প্রতিবেদক গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : মামলার ভিত্তিতে দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। বুধবার (২৯ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

শামসুজ্জামান শামসকে তুলে নেওয়ার কারণ জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইন নিজস্ব গতিতে চলে। আইন অনুযায়ী রাষ্ট্রসহ সবই চলে। কেউ যদি সংক্ষুব্ধ হয়ে বিচার চায়, কিংবা সংক্ষুব্ধ হয়ে থানায় মামলা করে, সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিতেই পারে। আমি যতটুকু জানি, একটা মামলা রুজু হয়েছে।’

তবে, মামলাটি কে বা কারা করেছে সে বিষয়ে জানাতে ‘সময় লাগবে’ বলে জানান তিনি।

এর আগে সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে তার বাসা থেকে বুধবার ভোর চারটার দিকে সিআইডির পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, সিআইডির পরিচয় দেওয়া ব্যক্তিরা সাধারণ পোশাকে ছিলেন।