মামলা থাকায় নুসরাত ফারিয়া গ্রেপ্তার: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেয়ার বিজ ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, সংস্কৃতি উপদেষ্টা এ নিয়ে যে কথা বলেছেন তা তার ব্যাক্তিগত। এ নিয়ে তদন্ত চলছে।

আজ সোমবার (১৯ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এ মন্তব্য করেন।

ব্লকেডে আটকা নগর ভবনব্লকেডে আটকা নগর ভবন
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নুসরাতকে ছেড়ে দেয়া হলে আপনারারই সমালোচনা করতেন। তবে গ্রেপ্তারে কারও যেন ভোগান্তি না হয় এসব বিষয়ে সতর্ক আছে সরকার। কেউ যদি তদন্তে নির্দোষ প্রমাণিত হয় ছেড়ে দেয়া হবে।

রাজধানীতে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন থাকবে। তবে তা যৌক্তিক হতে হবে। মানুষের যেন ভোগান্তি না হয়।

তিনি বলেন, দাবি দাওয়ার পেশের সময় অনেকে জনভোগান্তি তৈরি করে, পুলিশের ওপর হামলা চালায়। এটা না দেখিয়ে শুধু পুলিশের হামলা দেখানো হয়।

এর আগে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নুসরাত ফারিয়ার গ্রেপ্তারকে ‘বিব্রতকর ঘটনা’ হিসেবে উল্লেখ করে স্ট্যাটাস দেন।

ঈদের আগে মে মাসের মধ্যে বোনাস ও ৩ জুনের মধ্যে গার্মেন্টস কর্মীদের বেতন দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।