Print Date & Time : 3 August 2025 Sunday 2:50 pm

মামলা দেয়ার ক্ষোভ থেকে ফের মোটরসাইকেলে আগুন

নিজস্ব প্রতিবেদক: ট্রাফিক আইন ভঙ্গের মামলা দেয়ায় পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে আবারও নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছে রাইড শেয়ারিংয়ের এক মোটরসাইকেলচালক।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর পুরান ঢাকার পলাশী এলাকায় এ ঘটনা ঘটে। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোরশেদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় পুলিশ বলছে, এই মোটরসাইকেল চালকের আগে দুটি মামলা ছিল। মামলাগুলোর জরিমানা এখনও পরিশোধ করতে পারেননি তিনি। এ পরিস্থিতিতে আজ ট্রাফিক সার্জেন্ট আরও এক হাজার টাকা জরিমানা করলে কিছু দূর গিয়ে নিজের ডিসকোভারি-১২৫ সিসির মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন ইলিয়াস মিয়া (৩০) নামের এই মোটরসাইকেল চালক।

ওসি বলেন, মোটরসাইকেলচালক ইলিয়াস মিয়ার আগে কাপড়ের দোকান ছিল। করোনার কারণে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় কয়েক মাস আগে থেকে তিনি অ্যাপসে রাইড শেয়ারিং শুরু করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, দুপুর সোয়া ২টার দিকে পলাশী এলাকায় বাইকার নিজের বাইকে আগুন ধরিয়ে দেন।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর বাড্ডায় ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন রাইড শেয়ারিং প্লাটফর্ম ‘পাঠাও’ এর চালক। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও’তে দেখা যায়, ওই মোটরসাইকেলের চালকও মামলা সংক্রান্ত বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন।