জিপিএইচ ইস্পাতের কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তিসমৃদ্ধ প্লান্ট পরিদর্শন করেছেন ভিন্টন স্টিল জাপানের জেনারেল ম্যানেজার তাতসুইয়া ফুকুইয়ামা ও ভিন্টন স্টিল ইউএসএ’র জেনারেল ম্যানেজার এডুয়ারডো গঞ্জালেজ। গতকাল তারা দিনব্যাপী জিপিএইচ ইস্পাতের কুমিরাস্থ প্ল্যান্ট পরিদর্শন করেন। জিপিএইচের গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্ল্যান্টে পৌঁছালে তাদের স্বাগত জানান জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল এবং জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম। বিজ্ঞপ্তি
