জিপিএইচ ইস্পাতের কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তিসমৃদ্ধ প্লান্ট পরিদর্শন করেছেন ভিন্টন স্টিল জাপানের জেনারেল ম্যানেজার তাতসুইয়া ফুকুইয়ামা ও ভিন্টন স্টিল ইউএসএ’র জেনারেল ম্যানেজার এডুয়ারডো গঞ্জালেজ। গতকাল তারা দিনব্যাপী জিপিএইচ ইস্পাতের কুমিরাস্থ প্ল্যান্ট পরিদর্শন করেন। জিপিএইচের গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্ল্যান্টে পৌঁছালে তাদের স্বাগত জানান জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল এবং জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম। বিজ্ঞপ্তি

Print Date & Time : 8 July 2025 Tuesday 3:19 am
মার্কিন ইস্পাত খাত প্রতিনিধিদের জিপিএইচ ইস্পাত প্লান্ট পরিদর্শন
শিল্প-বাণিজ্য ♦ প্রকাশ: