শেয়ার বিজ ডেস্ক : ইউক্রেন যুদ্ধে আংশিক সেনা নিযুক্ত করার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ঘটনাকে কেন্দ্র করে মস্কোয় অবস্থিত মার্কিন দূতাবাস রাশিয়ায় বসবাসরত তাদের সব নাগরিকের জন্য সতর্কতা জারি করেছে এবং তাদের নাগরিকদের দেশ ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। খবর সিএনএন-এর
মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার বর্তমান পরিস্থিতি খুবই চ্যালেঞ্জিং। জনাকীর্ণ সীমান্ত চেকপয়েন্ট এবং যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাণিজ্যিক বিমান সহজলভ্য না থাকায় দেশ ছেড়ে যাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে দ্বৈত নাগরিকত্ব থাকা মার্কিন নাগরিকদের বিষয়টি রাশিয়া অস্বীকার করতে পারেÑ এমন আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া এসব মার্কিন নাগরিককে রাশিয়া ছাড়তে বাধা দেয়া হতে পারে এবং তাদের সামরিক সেবায় নিয়োগ দেয়া হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এসব কারণে মার্কিন নাগরিকদের অবিলম্বে রাশিয়া ত্যাগ করা উচিত বলে মার্কিন দূতাবাস সতর্ক করেছে।
ইউক্রেনে তিন লাখ সৈন্য মোতায়েনে পুতিনের আদেশের পর হাজার হাজার মানুষ যারা এক্ষেত্রে যোগ্য, তারা দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করছেন। অনলাইনে প্রকাশিত বেশ কিছু ফুটেজে দেখা গেছে, শত শত মানুষ রুশ বিমানবন্দরে ভিড় করছে এবং রাশিয়ার প্রধান সড়কগুলো অবরোধ করে রেখেছে হাজার হাজার গাড়ি।
রাশিয়া থেকে বিস্তীর্ণ হাজার হাজার পুরুষ ফিনল্যান্ড, জর্জিয়া, কাজাখস্তান এবং মঙ্গোলিয়ায় প্রবেশের চেষ্টা করছে। কাজাখস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, গত সপ্তাহে দেশটিতে ৯৮ হাজার রুশ নাগরিক প্রবেশ করেছে। তবে এর মধ্যে ৬৪ হাজার ইতোমধ্যেই দেশটি ত্যাগ করেছে। ভিসা ছাড়াই প্রায় ৯০ দিন কাজাখস্তানে অবস্থান করতে পারেন রুশ নাগরিকরা।

Print Date & Time : 28 August 2025 Thursday 4:03 pm
মার্কিন নাগরিকদের রাশিয়া ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র দূতাবাস
আন্তর্জাতিক,দিনের খবর ♦ প্রকাশ: