নিজস্ব প্রতিবেদক:জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, তার দল যুক্তরাষ্ট্রের ভিসানীতিকে সমর্থন করে। ভিসানীতিতে যা বলা হয়েছে, তা জনগণের পক্ষে বলা হয়েছে, বিপক্ষে নয়। টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসে গতকাল সোমবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
জি এম কাদের বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের পক্ষে মার্কিন ভিসানীতি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করবে, তাদের সে দেশে ঢুকতে দেয়া হবে না। এখানে অখুশি হওয়ার মতো কিছু দেখি না, সরকারও এখানে অখুশি হয়নি। অবাধ সুষ্ঠু নির্বাচন কেউ চায় না, এ কথা প্রকাশ্যে কেউ বলছে না। মনে মনে হয়তো থাকতে পারে।’
কারও কাছ থেকে নির্বাচনকালীন সরকারের প্রস্তাব পাননি বলে জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।
তিনি বলেন, বর্তমান শাসন পদ্ধতিতে শতকরা ১০০ ভাগ শক্তি প্রধানমন্ত্রীর হাতে। সেখানে নির্বাচনকালীন মন্ত্রী বা সংসদে কে কতটা আসন পেল, সেটি বিষয় নয়। প্রধানমন্ত্রী যদি থাকেন, তাহলে নির্বাচনকালীন সরকার, সব সরকার একই ধরনের হবে।
শহরের রাইফেলস ক্লাবে জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে জি এম কাদের সাংবাদিকদের বলেন, ‘শ্রীলঙ্কায় অনেক পণ্য তারা বাংলাদেশের চেয়ে কম দামে পাচ্ছে। আমাদের মূল্যস্ফীতি হয়েছে, মানুষের আয় কমেছে, বেকারত্ব বেড়েছে। সঙ্গে সঙ্গে আমাদের রিজার্ভ কমেছে, আমাদের আমদানি কমেছে। সবকিছু মিলে আমরা শ্রীলঙ্কার কাছাকাছি চলে গেছি। এটাকে অস্বীকার করা, বাস্তবতাকে অস্বীকার করা।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘শ্রীলঙ্কার সঙ্গে আমাদের একটি পার্থক্য আছে। শ্রীলঙ্কার মানুষ রাস্তায় নেমেছিল, সে দেশের সরকার যেভাবে ট্যাকল দিয়েছে, তাতে প্রমাণ হয়েছে, পুলিশ যে তাদের বন্ধু, সেটাই তারা দেখিয়েছে। সেখানে বড় কোনো বিরোধী দল ছিল না। মানুষই স্বতঃস্ফূর্তভাবে নেমেছিল। আমাদের দেশের মানুষ এখনও নামেনি, এটাই পার্থক্য।’
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব সংসদ সদস্য মুজিবুল হক (চুন্নু)। জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুস ছালাম চাকলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আবুল কাশেম, রেজাউল ইসলাম ভূইয়া, জহিরুল ইসলাম, মোস্তফা আল মাহমুদ, লিয়াকত হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন জেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব মুহাম্মদ মোজাম্মেল হক।