Print Date & Time : 11 September 2025 Thursday 7:07 pm

মার্কিন ভিসানীতি সুষ্ঠু নির্বাচনের সহায়ক হবে: জি এম কাদের

প্রতিনিধি, টাঙ্গাইল: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে ভিসানীতি আরোপ করেছে যুক্তরাষ্ট্র এতে সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে। এসময় তিনি বলেন, ভিসানীতি সমর্থন করি আমরা।

সোমবার (১২ জুন) দুপুরে শহরের রাইফেলস ক্লাবে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের মূল্যস্ফীতি বেড়েছে, আয় কমেছে, রিজার্ভ কমেছে। বাংলাদেশ এখন শ্রীলঙ্কার কাছাকাছি অবস্থান করছে। শ্রীলঙ্কার মানুষ রাস্তায় নেমেছিল। বাংলাদেশের মানুষ এখনও রাস্তায় নামেনি। এটাই তফাৎ আমাদের।

তিনি আরও বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন না হলে ঠিক হবে না, অবাধ সুষ্ঠু নির্বাচন সবাই চায়। নির্বাচনকালীন সরকারের প্রস্তাব এখনো কোথাও থেকে পাইনি। তবে আমরা দেশের মানুষের কল্যাণের জন্যই কাজ করছি। আগামী নির্বাচনে কিভাবে নির্বাচন করবো সেটা দলগতভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিবো।

সম্মেলনের প্রস্তুতি কমিটির সভাপতি আব্দুস সালাম চাকলাদারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এড. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম, রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা।