সামাজিক দায়বদ্ধতা কর্মসূচিতে অসামান্য অবদানের জন্য মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডকে ‘অ্যামচেম সিএসআর এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দিয়েছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)। সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অ্যামচেমের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়। মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহম্মদ প্রধানমন্ত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার সম্মানিত অতিথি ছিলেন। বিজ্ঞপ্তি
