মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সম্প্রতি লিড ব্যাংক হিসেবে সিলেটে আরটিজিএসের মাধ্যমে অটোমেটেড এফসি ক্লিয়ারিং সহজে নিষ্পন্ন করতে সচেতনতামূলক সেমিনার আয়োজন করে। নগরীর হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক মো. মেজবাউল হক। মার্কেন্টাইল ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা তাপস চন্দ্র পাল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অটোমেটেড ক্লিয়ারিং নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের একই বিভাগের যুগ্ম পরিচালক মো. শাহিনুজ্জমান। মার্কেন্টাইল ব্যাংকের এফভিপি মো. আলমাস উদ্দিন আহমেদ আরটিজিএস বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 11 September 2025 Thursday 4:59 pm