মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি ‘মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ফর টেরিটরি ম্যানেজারস অ্যান্ড টেরিটরি অফিসার’ শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী কোর্সটি উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ও মোবাইল ব্যাংকিং ডিভিশনের প্রধান রফিকুল হক ভুঁইয়া এবং ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জাভেদ তারিক।
