মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের অর্ধবার্ষিক ব্যবসায় পর্যালোচনা সভা গতকাল ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ১৫১ জন শাখা প্রধান, ২৫ জন উপশাখা ইনচার্জ, জোনাল হেড ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোরশেদ আলম। এতে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম. আমানউল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এমএ খান বেলাল ও ব্যাংকের পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল। বিজ্ঞপ্তি
