মার্কেন্টাইল ব্যাংকের ১৩তম এমটিও ব্যাচের প্রশিক্ষণ শুরু

মার্কেন্টাইল ব্যাংকে ১৩তম ব্যাচের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের তিন সপ্তাহ মেয়াদি বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রথম ধাপে ৫০ জন এমটিও প্রশিক্ষণে অংশ নেন। গত রোববার মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী কোর্সের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি, নবীন কর্মকর্তাদের আধুনিক ব্যাংকিংয়ের মৌলিক জ্ঞান অর্জনের তাগিদ দেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের সিএফও তাপস চন্দ্র পাল ও মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জাভেদ তারিকসহ অন্য অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি