Print Date & Time : 29 August 2025 Friday 10:03 pm

মার্কেন্টাইল ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের ৫০০ কোটি টাকার পার্পেচুয়াল বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বিএসইসির ৮১৫তম কমিশন সভায় এই বন্ডটির অনুমোদন দেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, মার্কেন্টাইল ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ডের মধ্যে ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট ও অবশিষ্ট ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য পাঁচ হাজার টাকা। বন্ডটির কুপন রেট ছয় শতাংশ (ফ্লোর) থেকে ১০ শতাংশ (সিলিং), যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের টায়ার-১ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। বন্ডটির মেন্ডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। ইস্যু ম্যানেজার আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।