মার্কেন্টাইল ব্যাংকের ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারদের দুই সপ্তাহ মেয়াদি বুনিয়াদি প্রশিক্ষণ সম্প্রতি শুরু হয়েছে। প্রশিক্ষণে ব্যাংকের বিভিন্ন শাখার ৩৮ জন কর্মকর্তা অংশ নেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রশিক্ষণ উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার ও গাইডলাইন্সের আলোকে দৈনন্দিন কার্য সম্পাদনের পাশাপাশি গ্রাহক সেবা প্রদানের ক্ষেত্রে আন্তরিক হওয়ার জন্য অংশগ্রহণকারী কর্মকর্তাদের নির্দেশ দেন। ব্যাংকের সিএফও তাপস চন্দ্র পাল একটি সেশন পরিচালনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জাভেদ তারিকসহ অন্য অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 12 September 2025 Friday 9:18 pm
মার্কেন্টাইল ব্যাংকে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: