Print Date & Time : 15 August 2025 Friday 10:53 am

মার্কেন্টাইল ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে এজেন্ট সম্মেলন

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং ডিভিশনের উদ্যোগে নোয়াখালী, লক্ষ¥ীপুর ও চাঁদপুর অঞ্চলের এজেন্টদের নিয়ে ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক এজেন্ট সম্মেলন সম্প্রতি নোয়াখালীর মাইজদীতে অনুষ্ঠিত হয়। সম্মেলনে এজেন্ট আউটলেটের নিয়মতান্ত্রিক পরিচালনা বিষয়ে বক্তব্য দেন ইভিপি মো. এনায়েত উল্লাহ, মানিলন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে বক্তব্য দেন এসভিপি মো. মোসাদ্দেক হোসেন এবং স্বাগত বক্তব্য দেন এসভিপি ও কুমিল্লা নোয়াখালী অঞ্চলের আঞ্চলিক প্রধান ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। বিজ্ঞপ্তি