মার্কেন্টাইল ব্যাংক এবং পর্যটন করপোরেশনের মধ্যে এমওইউ

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের মধ্যে সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়। এ চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংকের কর্মীরা পর্যটন করপোরেশনের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া উপস্থিত ছিলেন। মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হান এবং করপোরেশনের মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. শহিদুল ইসলাম ভূঞা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পরিচালক মো. আব্দুস সামাদ, মহাব্যবস্থাপক মো. মাহমুদ কবীর এবং মার্কেন্টাইল ব্যাংকের এফভিপি মো. মুকিতুল কবীর প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি