মার্কেন্টাইল ব্যাংক ও কেমিস্ট ল্যাবরেটরিজের মধ্যে এমওইউ

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেডের মধ্যে সম্প্রতি স্যালারি অ্যাকাউন্ট ও ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হান এবং কেমিস্ট ল্যাবরেটরিজের পরিচালক মো. লুৎফর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। কেমিস্ট ল্যাবরেটরিজের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গোলাম সারওয়ার, পরিচালক মশিউর রহমান, রাকিব রহমান এবং পরামর্শক মো. আব্দুল্লাহ আল ফারাবি, হেড অব এইচআরডি সুমাইয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি