মার্কেন্টাইল ব্যাংক ও মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুলের মধ্যে চুক্তি

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হান ও মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এম ফরিদ আল-হোসাইন চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক তার অনলাইন ব্যাংকিং কার্যক্রম, মোবাইল ব্যাংকিং সেবা ‘মাইক্যাশ’, ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘এমবিএল রেইনবো’, এজেন্ট ব্যাংকিং আউটলেট, কালেকশন বুথ ও অন্যান্য ডেলিভারি চ্যানেলের মাধ্যমে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীদের টিউশন ফি, ভর্তি ফি, সেমিস্টার ফি, অন্যান্য সেবা প্রদানের দায়িত্ব পেল। বিজ্ঞপ্তি