Print Date & Time : 6 August 2025 Wednesday 10:16 am

মার্চেই আসছে নতুন আইফোন ও ম্যাকবুক প্রো

শেয়ার বিজ ডেস্ক:আগামী মার্চেই স্মার্টফোন ব্র্যান্ড আইফোনের নতুন মডেল বাজারে আনছে টেকজায়ান্ট অ্যাপল। করোনাভাইরাস সংকটে প্রতিষ্ঠানটির আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়লেও নতুন মডেল উম্মোচনে দেরি হবে না বলে আশা সংশ্লিষ্টদের। খবর: আইএএনএস।

এ বছর আইফোন এসই ২ ও আইফোন ৯-এর পাশাপাশি ১৩ ইঞ্চির ম্যাকবুক প্রো বাজারে ছাড়ার কথা রয়েছে অ্যাপলের। সর্বশেষ খবর অনুসারে, আগামী ৩১ মার্চ আনুষ্ঠানিকভাবে এগুলোর মডেল উম্মোচন করা হতে পারে। গত সোমবার অ্যাপলের বিশ্লেষক মিং চি কুও জানিয়েছেন, আইফোন এসই ২-তে কিছুটা পুরোনো মডেলের ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে করোনাভাইরাস সংকটের কারণে এর উৎপাদনে কোনো সমস্যা হবে না।