মার্চে উৎপাদন এক লাখ টনের বেশি

শেয়ার বিজ প্রতিনিধি, ফুলবাড়ী: দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) ব্যবস্থাপনায় মাসিক এক লাখ ২০ হাজার মেট্রিক টন পাথর উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। গত মার্চ মাসে জিটিসি কর্তৃক খনি থেকে এক লাখ মেট্রিক টনের অধিক পাথর উৎপাদন করে।
জিটিসির মহাব্যবস্থাপক জাবেদ সিদ্দিকী জানান, মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও পাথর উত্তোলন কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি, খনিটির নতুন স্টোপ নির্মাণ এবং উন্নয়নে অত্যাধুনিক ও বিশ্বমানের যন্ত্রপাতি স্থাপন করে খনি থেকে পাথর উৎপাদন বৃদ্ধিতে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। ফলশ্রুতিতে পাথর উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, পাথর খনি থেকে মাসিক এক লাখ ২০ হাজার টন পাথর উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে জিটিসির ব্যবস্থাপনায় বিদেশি ও দেশি খনি প্রকৌশলী এবং তাদের প্রশিক্ষিত খনি শ্রমিকরা তিন শিফটে দিনে ও রাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফলে জিটিসির মাসিক পাথর উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন হতে চলেছে।
গত মাসে (সাপ্তাহিক ও সরকারি ছুটি ব্যতীত) জিটিসি কর্তৃক মধ্যপাড়া পাথর খনি থেকে তিন শিফটে পাথর উৎপাদন এক লাখ টন ছাড়িয়েছে।
খনির কর্তৃপক্ষ জানায়, জিটিসি পাথর খনির উন্নয়নে এবং ভূগর্ভে নতুন স্টোপ (শিলা উৎপাদন ইউনিট) নির্মাণে মাসিক এক লাখ ২০ হাজার মেট্রিক টন পাথর উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কাজ করছেন। তারা এ লক্ষ্যমাত্রা অর্জন করলে খনিটি লাভের মুখ দেখবে।